মানুষের শরীরের প্রতিটি পরমাণু একসময় কোনও তারার অংশ ছিল!

বিস্তারিতভাবে বললে, মহাবিশ্বের প্রাথমিক পর্যায়ে শুধু হাইড্রোজেন ও হেলিয়াম গ্যাস ছিল। কিন্তু ভারী উপাদান (যেমন—কার্বন, অক্সিজেন, লোহা) তৈরি হয়েছে বিশাল বিশাল তারার অভ্যন্তরে নিউক্লিয়ার ফিউশন বা মহাবিস্ফোরণের (supernova) মাধ্যমে। এই উপাদানগুলো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে, আর সেখান থেকেই গঠিত হয় আমাদের সৌরজগৎ, পৃথিবী এবং আমরাও।


Post a Comment

0 Comments